Thursday, January 15, 2015

✔✔Playstore থেকে এপস নামান Opera/UC সহ যেকোন ব্রাউসার দিয়ে ツ ফোন রুট করা ছাড়াই স্বাদ নিন জটিল সব এপসের – পিসির মাধ্যমে

সবাই ভালো আছেন আশা করছি,
১ মিলিয়ন এপস নিয়ে গুগল প্লে-স্টোর APK ফাইলের এক বিশাল সংগ্রহশালা।
কিন্তু নানান প্রতিবন্ধকতার জন্য অনেকেই প্লেস্টোর থেকে এপস ডাউনলোড করতে পারি না।
আমার আজকের পোস্ট থাকছে সেইসব প্রতিবন্ধতা সহজে দুর করা নিয়ে।
যা করতে হবে –
প্রথমে যেই এপস টা ডাউনলোড করতে চান,তা খুজে বের করুন প্লে স্টোর থেকে।
এবার ওয়েবসাইটে প্রবেশ করুন। www.downloader-apk.com

পুর্ববর্তী প্লে স্টোর থেকে খুজে বের করা লিংক কপি করে এখানে থাকা সার্চ বক্সের মত ফাকা বাক্সে পেস্ট করে জেনারেট ডাউনলোড লিংক বাটনে ক্লিক করুন।

পেজটা লোড হলে পরবর্তী পেজে আপনার কাঙ্ক্ষিত এপসের ডিরেক্ট ডাউনলোড লিংক পেয়ে যাবেন।পিসি দিয়ে ডাউনলোড করলে পেজ লোড হওয়ারও প্রয়োজন হবে না।

এই সুবিধা কম্পিউটারের মজিলা / ক্রোম সহ মোবাইলের অপেরা / ইউসি / ম্যাক্সথন ……….. আমার জানা মতে সব ব্রাউসারের জন্যই প্রযোজ্য।
পুর্বে আপনারা দেখে থাকবেন, www.apps.evozi.com ওয়েবসাইট নিয়ে বহু জায়গায় অনেক পোস্ট করা হইছে,
#এই সাইট মোবাইলে কাজ করে না
#এখানে ৩/৪ টা এপস ডাউনলোড করার পর পরই প্যাচাল শুরু করে
#এবং লিংক জেনারেট হতে মাঝে মাঝে আধা ঘন্টা পর্যন্ত টাইম নিয়ে নেয়।
সেই তুলনায় অনেকটা ফ্রি প্রিমিয়াম একাউন্টের মতো।
তো ডিসেবল করে দিন প্লেস্টোর , আর বাচান ফোনের র‍্যাম। চাইলে ব্যাবহার করতে পারেন UC Browser মিনিআমার অত্যন্ত প্রিয় একটা ব্রাউসার। জাভাস্ক্রিপ্ট / ইউটিউব সব চলে। এটা চালালে প্লে স্টোরের পাশাপাশি ডিসেবল করে দিতে পারেন ফোনের ইউটিউব এবং HD UCWEB ব্রাউসার। যার ফলে আরো কিছু র‍্যাম ফ্রি পাবেন।
ব্যাবহার করে অবশ্যই জানাবেন কেমন লাগছে।
এবার ………………..
Bluestacks এর সাথে মুটামুটি সবাই পরিচিত,
মোবাইলের APK ফাইল খুব সহজেই কম্পিউটারের ব্যাবহার করা যায় এই সফটের মাধ্যমে।
মোবাইলের অনেক মজার মজার গেমস আছে,যেগুলা চাইলেই খেলা যায় না।
দেখা গেলো SD তে জায়গা চায় ২ জিবি , অথবা র‍্যাম চায় ১ জিবি ……….. যা অনেকেরই নাই।





আমি দিচ্ছি Bluestacks এর সম্পুর্ন নতুন আপডেটের ভার্ষন,যাতে প্রথমবারের মত চালাতে পারবেন রুট এপসও।
ডাউনলোড করতে ক্লিক করুন
তো আর দরকার কি ফোন রুট করার?
ツツツツツツツツツツツツツツツツツツツツツツツツツツツツ
আজকে এ পর্যন্তই, আগামি পোস্ট পর্যন্ত সবাই ভালো থাকবেন।

No comments:

Post a Comment