Wednesday, March 4, 2015

টরেন্ট থেকে নতুন সিস্টেমে ডিরেক্ট ডাউনলোড!

টরেন্ট ফাইলগুলো ডাউনলোড করতে আলাদা ম্যানেজার লাগে!সেই ম্যানেজারে কোন কিছু ডাউনলোড করতে হলে ডাউনলোডের পাশাপাশি আপলোডও দিতে হয়! যার কারনে ডাউনলোড স্পিড কমে যায় যা খুবই বিরক্তিকর! কিন্তু নতুন মুভি,ফুল সফট সবার আগে টরেন্টেই আপলোড হয়।
তাছাড়া অনেক জিনিষই আপনি টরেন্টে পাবেন কিন্তু নরমালি পাবেন না!যেমনঃ ড্রাইবার প্যাক নামের একটা সফটওয়্যার আছে যার সাইজ ৯.৬৭ জিবি এবং এটা অফিশিয়ালি টরেন্টে দেওয়া! এখন আপনি কোনো মানবতাবাদীকে পাবেন না যে এত বড় ফাইল আপনাকে নরমাল সার্ভারে আপলোড করে দিবে!
Tntninja.com এমনই সার্ভিস যা টরেন্টকে ডিরেক্ট ফাইলে পরিণত করতে পারে! এতে করে আপনি টরেন্টটিকে আপনার প্রভাইডারের দেয়া ডেডিকেটেড স্পিডে ডাউনলোড করতে পারবেন!

এই সাইট তো চিনি! ডিরেক্টলি ম্যাগনেট লিংক দিলে uptobox এ কনভার্ট হয়ে যায়! এখানে নতুন আবার কি?

Yifytorrents সহ আরো অনেক জনপ্রিয় সাইটের ম্যাগনেট দিয়ে এ সাইটে কাজ হয় না! এজন্য আপনাকে প্রথমে আপনার কাঙ্খিত .torrent ফাইলটি কম্পিউটারে ডাউনলোড করতে হবে! কোনো .torrent ফাইলের সাইজ ২০০ কেবির বেশী হয় না! ডাউনলোড করার পর torrent2magnet.com এ যান! তার পর Select a torrent file বাটনে ক্লিক করুন! আপনার কাঙ্খিত টরেন্টটি আপলোড করুন! ম্যাগনেট লিংক জেনারেট হবে! লিঙ্কটি কপি করুন!<নিচের মতো>
তারপর

এবার http://tntninja.com/ad.php এ গিয়ে নিচের মতো করে আপনার ম্যাগনেটটি পেস্ট করুন,ক্যাপচা সম্পূর্ণ করুন এবং Add বাটনে ক্লিক করুন!

তারপর http://tntninja.com/box এ গিয়ে আপনার কাঙ্খিত ফাইল পাবেন!ডাউনলোড বাটনে ক্লিক করলে uptobox এর লিংক জেনারেট হবে!নিচের মতোঃ

ক্লিক করার পর নতুন পেজে আপনার লিংক জেনারেট হয়ে আসবে!

তারপর আর কি?
ডাউনলোড :lol: 8-) :-D

অনলাইনে ফ্রী কত কিছু!! (ফ্রী ই-মেইল বানানো, ফ্রী SMS পাঠানো ও ফ্রী কল করা!!!)

আসসালামলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালই আছেন। কয়েকদিন পর টিউন করতে বসলাম (প্রায় সাড়ে ৩ মাস পর)।
যাই হোক আজ টিউন করতে যাচ্ছি অনলাইনে ফ্রীতে আপনি কত কিছু করতে পারবেন।
আর সবচেয়ে বেশি সুবিধা হল প্রথম ২ টিতে রেজিঃ কোনো ঝামেলা নেই!!!:mrgreen:  :lol:

ফ্রী SMS পাঠানো

১)প্রথমে এই লিঙ্কে যান।

তারপর যে মোবাইলে SMS টি পাঠাবেন সেই ফোনের নাম্বার দিন। SMS এর টেক্সট দিন। Math টি সলভ করে SMS টি পাঠিয়ে দিন। ব্যস!!
কিন্তু সমস্যা হল এসএমএস-এ তাদের সাইটের নাম লেখা থাকে।
২) এই পদ্ধতিতে কোনো সাইটের নাম লেখা থাকে না। কিন্তু একটি নাম্বারের মাধ্যমে সাইট থেকে এসএমএস পাঠানো হয়। সেটা উল্লেখ থাকে। সাইটটি থেকে শুধু জিপি তে এসএমএস পাঠানো যায়। 
তাহলে এই সাইটে যান। 
তারপর যে মোবাইলে SMS টি পাঠাবেন সেই ফোনের নাম্বার দিন। SMS এর টেক্সট দিন। তারপর SMS টি পাঠিয়ে দিন । ব্যস!!!

ফ্রী কল করা 

প্রথমে এই  লিঙ্কে যান। 
সাদা রঙয়ের বাক্সের বাম পাশের মেনু থেকে দেশ সিলেক্ট করুন। তারপর সাদা বক্সে যে নাম্বারে কল করবেন তার নাম্বার দিন। তারপর কল করুন। মাইক্রোফোন অ্যাক্সেস নিতে চাইলে এনাবল করুন। এর মাধ্যমে আপনি দৈনিক মাত্র ১ মিনিট কথা বলার সুযোগ পাবেন।
এমন কোনো সাইট পাইনি যেখান থেকে আনলিমিটেড কথা বলা যায়। (একটা সাইট ছিল http://www.voixio.com  কিন্তু সেটা এখন বন্ধ)  :evil:

ফ্রী ই-মেইল বানানো

এই লিঙ্কে যেয়ে রেজিঃ করুন। কিন্ত ২ টি জায়গায় একটু ব্যতিক্রম আছে। ছবি দেখে তা করুন। 
রেজিঃ সম্পন্ন করলে এখন লগ ইন করুন । তাহলেই আপনার মেইল বানানো সম্পন্ন হবে।

     মেইল পাঠানোঃ

লগইন করে E-mail অপশন-এ যান । Compose E-mail এ ক্লিক করুন। 
তারপর যেভাবে মেল পাঠানো হয় সে নিয়মে পাঠালেই তার কাছে পৌঁছে যাবে মেইল। যেকোনো ব্যবসার কাজে লাগতে পারে।
আজ আর নয়। দেখা হবে অন্য কোনো টিউনে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেয

Saturday, January 17, 2015

youtube video দেখুন vlc মিডিয়া প্লেয়ার দিয়ে, বন্ধ হোক youtube এর বিজ্ঞাপন দেখা

http://bdprozukti.blogspot.com-tips
VLC মিডিয়া প্লেয়ার দিয়ে প্রায় সব ধরনের ভিডিও চালানো যায় এটা তো সবাই জানেন, তাই এই প্লেয়ার নিয়ে বেশি কথা বলার দরকার আছে বলে মনে হয় না । আপনারা সবাই তো কমবেশি youtube ভিডিও দেখেন , বিশেষ করে যাদের ব্রডব্রেন্ড লাইন তাদের youtube থেকে ডাউনলোড করার চেয়ে সরাসরি দেখাই মনে হয় বেশি পছন্দ করেন ।
youtube থেকে ভিডিও দেখতে গেলে বিভিন্ন রকম add এর জ্বালায় যারা অস্থির হয়ে যান , তারা youtube video দেখার জন্য ব্যাবহার করতে পারেন আপনার সাধের vlc player. vlc player দিয়ে youtube video দেখার সুবিধার মধ্য অন্যতম হল - কোন বিজ্ঞাপনের জ্বালা যন্ত্রনা নাই । ---
vlc player দিয়ে ভিডিও স্পিড নির্ধারণ এর সুবিধা
যে কোন গান বা মুভির Snapshots নিতে পারবেন খুব সহজে ।
কিভাবে দেখবেন ?
pc-tips-bdprozukti.blogspot.com
https://bdprozukti.blogspot.com-tips
প্রথমে vlc প্লেয়ার ওপেন করেন তারপর _ File > Open Network অথবা vlc ওপেন করার পর key board থেকে ctrl চেপে ধরে N চাপুন ,নতুন যে উইন্ডো ওপেন হবে সেখানে দেখবেন লেখা আছে - please enter a network url, সেখানে youtube এর যে ভিডিও টি আপনি দেখতে চান সেটার adress কপি করে paste করে দিন, তারপর play button চাপুন ।

Thursday, January 15, 2015

✔✔Playstore থেকে এপস নামান Opera/UC সহ যেকোন ব্রাউসার দিয়ে ツ ফোন রুট করা ছাড়াই স্বাদ নিন জটিল সব এপসের – পিসির মাধ্যমে

সবাই ভালো আছেন আশা করছি,
১ মিলিয়ন এপস নিয়ে গুগল প্লে-স্টোর APK ফাইলের এক বিশাল সংগ্রহশালা।
কিন্তু নানান প্রতিবন্ধকতার জন্য অনেকেই প্লেস্টোর থেকে এপস ডাউনলোড করতে পারি না।
আমার আজকের পোস্ট থাকছে সেইসব প্রতিবন্ধতা সহজে দুর করা নিয়ে।
যা করতে হবে –
প্রথমে যেই এপস টা ডাউনলোড করতে চান,তা খুজে বের করুন প্লে স্টোর থেকে।
এবার ওয়েবসাইটে প্রবেশ করুন। www.downloader-apk.com

পুর্ববর্তী প্লে স্টোর থেকে খুজে বের করা লিংক কপি করে এখানে থাকা সার্চ বক্সের মত ফাকা বাক্সে পেস্ট করে জেনারেট ডাউনলোড লিংক বাটনে ক্লিক করুন।

পেজটা লোড হলে পরবর্তী পেজে আপনার কাঙ্ক্ষিত এপসের ডিরেক্ট ডাউনলোড লিংক পেয়ে যাবেন।পিসি দিয়ে ডাউনলোড করলে পেজ লোড হওয়ারও প্রয়োজন হবে না।

এই সুবিধা কম্পিউটারের মজিলা / ক্রোম সহ মোবাইলের অপেরা / ইউসি / ম্যাক্সথন ……….. আমার জানা মতে সব ব্রাউসারের জন্যই প্রযোজ্য।
পুর্বে আপনারা দেখে থাকবেন, www.apps.evozi.com ওয়েবসাইট নিয়ে বহু জায়গায় অনেক পোস্ট করা হইছে,
#এই সাইট মোবাইলে কাজ করে না
#এখানে ৩/৪ টা এপস ডাউনলোড করার পর পরই প্যাচাল শুরু করে
#এবং লিংক জেনারেট হতে মাঝে মাঝে আধা ঘন্টা পর্যন্ত টাইম নিয়ে নেয়।
সেই তুলনায় অনেকটা ফ্রি প্রিমিয়াম একাউন্টের মতো।
তো ডিসেবল করে দিন প্লেস্টোর , আর বাচান ফোনের র‍্যাম। চাইলে ব্যাবহার করতে পারেন UC Browser মিনিআমার অত্যন্ত প্রিয় একটা ব্রাউসার। জাভাস্ক্রিপ্ট / ইউটিউব সব চলে। এটা চালালে প্লে স্টোরের পাশাপাশি ডিসেবল করে দিতে পারেন ফোনের ইউটিউব এবং HD UCWEB ব্রাউসার। যার ফলে আরো কিছু র‍্যাম ফ্রি পাবেন।
ব্যাবহার করে অবশ্যই জানাবেন কেমন লাগছে।
এবার ………………..
Bluestacks এর সাথে মুটামুটি সবাই পরিচিত,
মোবাইলের APK ফাইল খুব সহজেই কম্পিউটারের ব্যাবহার করা যায় এই সফটের মাধ্যমে।
মোবাইলের অনেক মজার মজার গেমস আছে,যেগুলা চাইলেই খেলা যায় না।
দেখা গেলো SD তে জায়গা চায় ২ জিবি , অথবা র‍্যাম চায় ১ জিবি ……….. যা অনেকেরই নাই।





আমি দিচ্ছি Bluestacks এর সম্পুর্ন নতুন আপডেটের ভার্ষন,যাতে প্রথমবারের মত চালাতে পারবেন রুট এপসও।
ডাউনলোড করতে ক্লিক করুন
তো আর দরকার কি ফোন রুট করার?
ツツツツツツツツツツツツツツツツツツツツツツツツツツツツ
আজকে এ পর্যন্তই, আগামি পোস্ট পর্যন্ত সবাই ভালো থাকবেন।

এবার নিজেই তৈরি করুন নিজের ইন্টারনেট সার্ভিস আর অন্য সব ISP দের দেখান বুড় আঙ্গুল Speed 10MB-560MB Part 2

আসসালামুয়ালাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সমস্থ প্রংশা এক মাত্র মহান রাব্বুল আলামিন আল্লাহ তাআলার নামে যিনি আমাদের সৃষ্টি করেছেন। আশা করি আল্লাহর আশেষ মেহেরবাণীতে সয়াই অনেক ভাল আছেন।
আসুন এবার কাজের কথায়ঃ নিজের ইন্টারনেট সার্ভিস তৈরি করতে ২য় পর্বে আপনাকে Welcome! আজকের পর্বে আমরা Setup সম্পর্কে জানবো। প্রথম Post থেকে অনেকেই অনেক ধরনের মেসেজ করেছেন এবং ১০০ জনের মধ্যে ৮০ জন ফোন কোলারই আমার কাছে আসে দেখতে চেয়েছন আসলেই কি আমন কাজ করে? যাই হোক, আপনার কাছে যদি তিনটি ডিভাইস ই থাকে তবে আপনি ১০০% ইন্টারনেট এর সাথে Connected হতে পারবেন।
১। আশা করি DVR আছে। দেখতে নিশ্চই নিজের ছবির মত,

2. আশা করি Ethernet Converter টি নিজের ছবির মত,

৩।Cable Modem টি নিজের ছবির মত দেখতে?

যদি সব কিছু উপরের মতো ঠিক হয় তবে চলুন Setup করে ফেলি।
আসলে প্রতিটা পার্টের ছবি তুলে তুলে টিউন করা যায় না তাই এখানে সব ছবি দিতে পারলাম না শুধু মাত্র একটা ডায়াগ্রাম দিয়ে বুঝানোর চেষ্টা করলাম। আর যদি টোটাল বিষয় টা মাথার উপর দিয়ে জায় তবে চিন্তা নেই আপনাদের জন্য তৈরি করেছি Video Tutorial.
তো শুরু করা যাক, মনে করি আপনার DVR ঠিক মত কাজ করছে, মানে TV ছবি প্রদর্শন করতেছে
১। এবার DVR এর RF / IF Out পর্টের একটা Coax Cable লাগিয়ে নিন এবং অপর প্রান্ত Ethernet Converter এর এনটিনা ইন এ প্রবেশ করান।
২। DVR এর Ethernet Port এবং Ethernet Converter এর Ethernet Port একটি Cat 6 নেটওয়ার্কিং কেবলের সাহায্যে Add করুন।

৩। Ethernet Converter এর TV out Port এ একটা Coax Cable লাগিয়ে নিন এবং অপর প্রান্ত Cable Modem এ RF / IF Out পর্টে প্রবেশ করান।
৪। এবার Cable Modem এর Ethernet Port এবং Computer এর Ethernet Port একটি Cat 6 নেটওয়ার্কিং কেবলের সাহায্যে Add করুন।
কাজ শেষ। আপনি পেরেছেন। কিছু কিছু Cable Modem Install করতে হয় আবার কিছু ওটু Install হয়। আপনি Cable Modem অনুযায়ি তার ম্যানুল দেখে install করে নিবেন। 


এবার নিজেই তৈরি করুন নিজের ইন্টারনেট সার্ভিস আর অন্য সব ISP দের দেখান বুড় আঙ্গুল Speed 10MB-560MB Part 1

বিস্মিল্লাহির রাহমান নিররাহিম

আসসালামুয়ালাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সমস্থ প্রংশা এক মাত্র মহান রাব্বুল আলামিন আল্লাহ তাআলার নামে যিনি আমাদের সৃষ্টি করেছেন। আশা করি আল্লাহর আশেষ মেহেরবাণীতে সয়াই অনেক ভাল আছেন।
আসুন এবার কাজের কথায়ঃ কথা সত্য হলে ও বলা যায় না এমন অনেক কথায় আছে তার মধ্যে ইন্টারনেট গতি ও নিদ্রিষ্ট মেগাবাইটের কথা বলা যায় না। আমরা আজ বাংলাদেশের মানুষেরা কতটা খুশি এই ইন্টারনেট ব্যাবহার করে তা সবাই মনে মনে বুঝতে পেরেছেন।
কি মানের ইন্টারনেট সেবা দিয়ে ইন্টারনেট সার্ভিস দানকারি প্রতিষ্ঠান গুলু আজ কোটি কোটি নিরিহ মানুষের টাকা গুলু লুট করতেছে তা আমাদের কার অজানা নয় । আজ আমি আপনাদের এমন একটা পদ্ধতি সম্পর্কে জানাব যা আপনাদের চোখ খুলে দেবে। ভাবতে পারেন হাকিং কিন্তু না, এই পদ্ধতি ব্যাবহার করতে হলে আপনাকে কিছু টাকা খরচ করতে হবে। যারা এতক্ষন ফ্রী ভেবে বসে ছিলেন দয়া করে তারা কেটে পড়ুন।
আপনি হয়ত জানেন না যে TV সিগন্যাল কে Data Service সিগন্যাল এ convert করা যায় আর সেই ভাবেই TV সিগন্যাল থেকে ইন্টারনেট use করা যায়।
সার্ভিস টি ব্যাবহার করার জন্য আপনার যা লাগবেঃ
১। HD DVR (Digital Video Recoder) যেমনঃ Airtel, VideoCon D2H, আমি Airtel use করি। মনে করবেন না যা DVR কিনেই পার পেয়ে গেলেন এখানে পুর ডিস টিভির মালামাল থাকবে মানে এনটিনা, LNB, তার, কানেক্টর ইত্যাদি। এখানে পুর সেটের দম পরবে ৯৫০০ টাকার মত। যেহেতু আমার বাড়ি InDIA এর কাছে তাই আমি পুর সেট টা India থেকে ৫৫০০ টাকা দিয়ে আনিয়ে নিয়েছিলাম।
২। EtherNet Converter: এটা আমাদের দেশ কিংবা ইন্ডিয়া তে ও পাওয়া যায় না, আমি মালশিয়া থেকে আনিয়ে ছিলাম ২ টা দাম পরেছিল ১০০০০ হাজার টাকা মানে ৫০০০ পার পিচ।
Brand Name: Actiontec
Model Number: ECB2500C
৩। Cable Modem: কেবল মডেম ও বাংলাদেশে পাওয়া যায় না, তবে গরু খুজা খুজলে হয়ত পেতে পারেন কেন না আমি পেয়েছিলাম। এখন কেবল মডেম বিভিন্ন দামের আছে এবং এখানেই মুলত স্পীড এর মার পেচ। Motorola Brand এর কেবল মডেম সর্বচ্চ মডেম DOCSIS 3.0 প্রায় 750MB স্পিড দিতে পারে। আমি নিজে DOCSIS 2.0 কেবল মডেম Use করি। কারন এটা আমাদের পাশের দেশ ইন্ডিয়া তে ৬০০০ বাংলাদেশি টাকাতেই পাওয়া যায়।
অতএবঃ মোট ১৮ থেকে ২০ হাজার টাকা খরচ করেই আপনি এই সুবিধা পেতে পারেন। আর যাদের নিজেদের আত্তিওরা বিদেশে আছেন তারা অনায়াসে নিজের Convater and Modem নিয়ে আসতে পারেন। পরের পার্ট এ সেটআপ কিভাবে করবেন তা দেখাব।

Monday, January 12, 2015

চলুন গুগল মামুর সাথে একটু মজা লই।

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের কাছে মাজার একটি পোষ্ট নিয়ে হাজির হলাম। আজকে নিজেকে খুব বর মনে হচ্ছে গুগলের সাথে মজা করতে পেরে। কি আপনিও করতে চান? ছোট বেলায় আমরা কত মজা করতাম তা আর নাই বা বললাম……যাই হোক আর কথা না বারাই চলুন গুগলের সাথে যেসব মজা আমি করেছি আপনিও করে নিন মজাই পাবেন আসা করছি……gf
গুগল মজা ১ঃ  আপনি প্রথমে  Google.com এ যান এবং সার্চ বাক্সে Zerg rush  লিখুন । zerg rush লিখে ১০ সেকেন্ড অপেক্ষা করুন। কি দেখলেন?? গুগল মামার উপর সিডর, নার্গিস, …… সব একসাথে বয়ে গেছে, তাই না??? কি হল কথা বলেন না কেন?
গুগল মজা ২ঃ প্রথমে আপনি   Google.com এ যান।এর পর সার্চ এ লিখুন Do a barrel roll  এর পর একটু অপেক্ষা করুন।  এবার দেখেন গুগল কেমনে ডিগবাজি মারে!!! তবে সাবধান আপনি ও যেন গুগল মামার মত ডিগবাজি মাইরেন না। যদি আপনিও ডিগবাজি মারেন তাইলে কিন্তু আমার কোন দোষ নাই।।
গুগল মজা ৩ঃ Google.com এ যেয়ে যে বাক্স খানা পাইবেন তা তে নির্ভুল ভাবে Google Gravity trick লিখেন।এর পর সার্চ দেন। প্রথম এ যে লিঙ্ক পাবেন, তাতে একখানা ক্লিক করেন। দেখেন ত কি হইল। মামার দেখি সব কিছু নিচে ভাইঙ্গা চুইরা  পইরা গেছে!!! একেই বলে নাকানি চুবানি!!! কি তাইত নাকি্‌্‌,……।
গুগল মজা ৪ঃ একটু কষ্ট করে আবার Google.com এ যান। এবার Askew লিখেন। আর একটু কষ্ট করে ডানে তাকান। কি দেখেন? আমি আগের তিনটা বলছি।এবার আপনার আমাকে বলবেন।
[বি.দ্রঃ এই ট্রিক গুলো আমার বানানো নয়]