Friday, January 2, 2015

আইফোনের গোপন কোড টপ ১০

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আসা করি নতুন বছরে ভাল থাকবেন।
তো আসল কথাই আসি। আমাদের অনেকেরি আইফোন বা অ্যাপেল কোম্পানির ফোন ব্যবহার করি। আইফোনের কিছু গোপন কোড আছে যা আপনারা হয়তো জানেন না। আর অনেক সময় সেই কোড গুলো আমাদের প্রয়োজনে পরে। তাই আজকে আমি আইফোনের কিছু কোড শেয়ার করছি। আপনার এখন তা প্রয়োজন নাও লাগতে পারে। একটা কথা মনে রাখা ভাল ” দরকারির সময় কোন কিছু খুঁজে পাওয়া যায়না :D “
 

নিছে টপ ১০ আইফোনের গোপনিয় কোড দেওয়া হল:

  1. [*#06#] এই কোডের মাধ্যমে আপনার ফোনের আইএমইআই (IMEI) নাম্বার জানতে পারবেন।
  2. [*#21#] এই কোডের মাধ্যমে কল ফরওয়ার্ডিং (কল, ভয়েস এবং তথ্য) সম্পর্কে তথ্য জানতে পারবেন।
  3. [*#62#] এই কোডের মাধ্যমে কল ফরওয়ার্ডিং এর তথ্য জানা যাবে যদি ফোন বন্ধ বা সার্ভার কোন কারনে বন্ধ থাকে।
  4. [*#002#] এই কোডটি ব্যবহার করলে আপনার সকল কল ফরওয়ার্ডিং বন্ধ হয়ে যাবে! সাবধান!
  5. [*#30#] এই কোডটির মাথ্যমে যেকোনো ফোন নাম্বার ব্লক করতে পারবেন! :D
  6. [*#31#] আপনার ফোন নাম্বার গোপন করতে পারবেন। আপনার ফোন নাম্বার আর কেও পাবেনা!
  7. [*#33#] এই কোডটির ঠিক নিদিষ্ট কোন ব্যবহার খুঁজে পাইলাম না! আপনারা যদি জানেন তাহলে জানা য়েন আমাকে!
  8. [*#43#] এই কোডটি আপনার অপেক্ষা কল যেমন: এসএমএস, ডেটা এবং সিঙ্ক ডেটা ইত্যাদি যাচাই করতে সাহায্য করবে।
  9. [*#61#] আপনাকে কে স্মরণ করেছে তা জানা যাবে।
  10. [*3001#12345#*] কোডটা মনে হয় বেশে বড় হইয়া গেছে। কিন্তু এর কাজও তো বেশি। এইটির সাহায্য আপনার আইফোনের ভেতরের সেটিংস্‌ দেখা যাবে।

No comments:

Post a Comment